Posts

সোনালী ক্যামেলিয়া

 সোনালী ক্যামেলিয়া   ইউরোপের উদ্ভিদ-শিকারিরা নতুন নতুন উদ্ভিদের খোঁজে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন। যেমন ওয়েস্ট ইন্ডিজে আঁখের খেত-মজুর দাসদের জন্য খাদ্য সংস্থানের খোঁজে ইতিহাস খ্যাত উদ্ভিদবিদ স্যার জোসেফ ব্যাংকস ক্যাপ্টেন উইলিয়াম ব্লিঘকে এইচ এম এস বাউন্টি নামক নেভির এক জাহাজে করে তাহিতি দ্বীপে পাঠান। সেখান থেকে ব্রেডফ্রুটের (রুটি ফল যা কাঁঠালের মত দেখতে, তবে ভিতরে আলুর মত, এক সুষম খাদ্য, উপরে ছবি।) বীজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজে তা রোপণ করার অভিযানে বেরিয়ে ব্লিঘ বিদ্রোহের মুখে পড়েন। দেশে ফিরে এসে তিনি দ্বিতীয় বার অভিযান করে উদ্দিষ্ট কাজ সমাধা করতে পারেন। এরকম বিভিন্ন দেশের উদ্ভিদের খোঁজ পেলে তার চারা দেশে নিয়ে আসার মতো প্রযুক্তি তখন জানা ছিল না। তাই বিশিষ্ট অঙ্কণশিল্পীরা তা ক্যানভাসে আঁকতেন এবং দেশে নিয়ে এসে তার সংবাদ পৌঁছে দিতেন। এক ব্রিটিশ উদ্ভিদবিদ জেমস কানিংহাম অষ্টাদশ শতাব্দিতে চিনে উদ্ভিদের খোঁজে দুই বার পর্যটন করেন। প্রথম বার আময় বন্দরে অনেক মাস থাকার সৌভাগ্য হয় তাঁর। তিনি আবিষ্কার করেন যে চিনা অঙ্কণশিল্পীরা চারা, ফুল এবং গাছের প্রায় জীবন্ত ছবি আঁকতে দক্ষ ছিলেন। উদ্ভিদ সংগ্রাহকরা সেই সময়

পঞ্চম বলের খোঁজে সার্ন

পঞ্চম বলের খোঁজে সার্ন আন্তঃপারমাণবিক স্তরে গজ বোসন নামের কণার বিনিময়ের মাধ্যমে তিনটি বল ক্রিয়া করে। তড়িৎ-চুম্বকীয় বল বাহক গজ বোসন হলো আলোর কণা বা ফোটন। বিভিন্ন কোয়ার্কের মধ্যে প্রবল পারমাণবিক বলের বাহক গজ বোসন হলো গ্লুয়ন। আর, তড়িৎ-দুর্বল পারমাণবিক বলের ক্ষেত্রে কোয়ার্ক, ইলেকট্রন এবং অন্যান্য কণার মধ্যে যে গজ বোসন বিনিময় হয় সেগুলি হলো W+ , W– এবং  Z0 ।চতুর্থ বল, মহাকর্ষের বাহক গজ বোসন 'গ্র‍্যাভিটনের' অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি। তাই X১৭ কণার অস্তিত্ব প্রমাণের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে পঞ্চম বলের অস্তিত্ব।   সার্নের বিজ্ঞানীরাও পঞ্চম বলের খোঁজে কাজ করে চলেছেন। তাঁদের লক্ষ্য কণা হলো বিউটি মেসন। দুই কোয়ার্ক-বিশিষ্ট হ্যাড্রনকে মেসন বলে।আন্তঃপারমাণবিক স্তরে হ্যাড্রন কণা হলো প্রোটন এবং নিউট্রন। বিউটি মেসনগুলি স্থায়ি নয়। এরা ক্ষয়িত হয়ে অন্যপ্রকার মেসন এবং লেপটনে পরিণত হয়। লেপটন হলো পরমাণুর অভ্যন্তরে অবস্থিত ইলেকট্রনের সমগোত্রীয় বিভিন্ন ভরের কণা। ইলেকট্রন ছাড়া বাকিগুলি হলো মিউয়ন (ইলেকট্রনের ২০০ গুণ ভারী) এবং টাউ (ইলেকট্রনের ৩০০ গুণ ভারী)। লেপটনের সর্বজনীনতা নীতি অনুযায়ি ইলেকট্রন, মিউয়ন এবং